রাত নেমে আসে
রাত শেষ হয়ে এলে
গলির প্রান্তের স্ট্রীটলাইট গুলি একে একে ঘুমিয়ে পড়ে।
রাস্তার পাশে দলা পাকানো বেলিফুলের মালা শেষবারের মতো গন্ধ ছড়িয়ে যায়।
আর কুয়াশার ডানায় ভর করে নেমে আসে ঊষার মাহেন্দ্রক্ষন।
রাতের মৌতাত শেষে সারেঙ্গীর উপর এসে বসে মাছি।
স্তব্ধ প্রহর সময় গোনে, প্রতীক্ষায় কখন আসবে রাত-
নীলচে আলোয় আকাশ প্রেক্ষাপটে লেখা হবে কত লজ্জার ইতিহাস।
পূনর্জন্মে আস্থা নেই কোনো
ওরা দেখেছে একজন্মেই রোজ একবার করে মরে যাওয়া যায়।
অনুভূতিরা মর্গে শীতলতার মোড়কে তাকিয়ে থাকে।
নির্লজ্জ অতীত বারংবার কড়া নাড়ে ভবিষ্যতের দরজায়।
তবুও এগিয়ে চলা প্রকাশ্য রাজপথে।
হে পার্থসারথি...বাজাও পাঞ্চজন্য,
বেজে উঠুক যুদ্ধের রণদামামা
আজও পৃথিবীতে দ্রৌপদীদের বস্ত্রহরণ হয়, কখনো অন্তরালে কখনো প্রকাশ্যে।
আর সোনালি বিকালের আগেই আরো এক অন্ধকার রাত নেমে আসে।
রাত শেষ হয়ে এলে
গলির প্রান্তের স্ট্রীটলাইট গুলি একে একে ঘুমিয়ে পড়ে।
রাস্তার পাশে দলা পাকানো বেলিফুলের মালা শেষবারের মতো গন্ধ ছড়িয়ে যায়।
আর কুয়াশার ডানায় ভর করে নেমে আসে ঊষার মাহেন্দ্রক্ষন।
রাতের মৌতাত শেষে সারেঙ্গীর উপর এসে বসে মাছি।
স্তব্ধ প্রহর সময় গোনে, প্রতীক্ষায় কখন আসবে রাত-
নীলচে আলোয় আকাশ প্রেক্ষাপটে লেখা হবে কত লজ্জার ইতিহাস।
পূনর্জন্মে আস্থা নেই কোনো
ওরা দেখেছে একজন্মেই রোজ একবার করে মরে যাওয়া যায়।
অনুভূতিরা মর্গে শীতলতার মোড়কে তাকিয়ে থাকে।
নির্লজ্জ অতীত বারংবার কড়া নাড়ে ভবিষ্যতের দরজায়।
তবুও এগিয়ে চলা প্রকাশ্য রাজপথে।
হে পার্থসারথি...বাজাও পাঞ্চজন্য,
বেজে উঠুক যুদ্ধের রণদামামা
আজও পৃথিবীতে দ্রৌপদীদের বস্ত্রহরণ হয়, কখনো অন্তরালে কখনো প্রকাশ্যে।
আর সোনালি বিকালের আগেই আরো এক অন্ধকার রাত নেমে আসে।
রুমা বসু
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন