দীপক আঢ্য

 দীপক আঢ্য
 আগুন 

আমার জন্যে এক মুঠো বিষাদ ছুঁড়ে দিয়েছিল সে
না কি আমিই কেড়ে নিয়েছিলাম
সে প্রশ্ন তর্কাতীত
তবে আশ্চর্য এই যে,
বিষাদগুলোকে গায়ে মেখে আমি কাঁদতে পারিনি
সন্ধের মেঘের মত হয়েছিল মুখ
মনের ভিতরে পুড়ছিল কাঠকয়লা
আমি কয়লাগুলোকে যতই নাড়াচ্ছি বাড়ছিল আগুন
সে ছুটে এসে যে মুহূর্তে আগুন নেভাতে চেষ্টা করল
তখন রাত্রি। ধিকধিক আগুন হয়ে উঠেছে লেলিহান
আমি পুড়ছি। অদ্ভুত আনন্দে পুড়ছি।
অদ্ভুত যন্ত্রণায় পুড়ছি।
নিঃশব্দে পুড়ছে কথারা।

কখন যে নিভে গেল সে আগুন খেয়াল করিনি।
চার চোখের জলে তখন থইথই চারদিক।



দীপক আঢ্য  দীপক আঢ্য Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.