রামরাজ্য বা খিলাফৎ
আষাঢ়ে মাঠে রয়ছে হাল মৃত কঙ্কাল
ওরা কি চাষি না দাস?
আবহমান শিকল পায়ে,
ধূ ধূ মাঠ ---মৃত ক্যানেল ---কেনা জল ---
লাঙালের মুঠো কবে হয়েছে আলগা
ভাতের গন্ধ নেই ---
নেই রিলিফ ---আছে
সবুজ-চাঁদ-তারা আর গেরুয়া ল্যাঙট...
প্রমোদতরীতে ঘোরে 'লিকার ব্যারেল '
'জিও'! চাষা ঝোলে ---গলায় গেরুয়া ল্যাঙট...
পুড়ছে ভারত...পুড়ছে কৃষক... পুড়ছে সেনা...
পোড়া রোটি ডালটাও ঠিক মতো মেলেনা ---
কাস্তে হাতুড়ীদের ভালো থাকলে---
ঠিক ঠাক হয় না
গণতন্ত্রের নামে লুট্...
ভাত নেই...
সব্বাই এসো!
আমরা গড়ি রামরাজ্য বা খিলাফৎ...
আষাঢ়ে মাঠে রয়ছে হাল মৃত কঙ্কাল
ওরা কি চাষি না দাস?
আবহমান শিকল পায়ে,
ধূ ধূ মাঠ ---মৃত ক্যানেল ---কেনা জল ---
লাঙালের মুঠো কবে হয়েছে আলগা
ভাতের গন্ধ নেই ---
নেই রিলিফ ---আছে
সবুজ-চাঁদ-তারা আর গেরুয়া ল্যাঙট...
প্রমোদতরীতে ঘোরে 'লিকার ব্যারেল '
'জিও'! চাষা ঝোলে ---গলায় গেরুয়া ল্যাঙট...
পুড়ছে ভারত...পুড়ছে কৃষক... পুড়ছে সেনা...
পোড়া রোটি ডালটাও ঠিক মতো মেলেনা ---
কাস্তে হাতুড়ীদের ভালো থাকলে---
ঠিক ঠাক হয় না
গণতন্ত্রের নামে লুট্...
ভাত নেই...
সব্বাই এসো!
আমরা গড়ি রামরাজ্য বা খিলাফৎ...
অনিরুদ্ধ দাস
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন