এ কে এম আব্দুল্লাহ

এ কে এম আব্দুল্লাহ
 ঠিকানা 

সমুদ্র ওঠে এলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের ওপর আগ্নেয়গিরি ; আজকাল অবাক হইনা আর।আজকাল মুখ থেকে জিহ্বারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে স্ব স্ব ভঙ্গিতে। পাখির মতো ডানা মেলে উড়ে যাচ্ছে কথারা।

আমাদের চোখগুলো আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে ভুলে গেছে জলের রং। আমাদের প্রাক্তন ঠিকানাও মনে নেই আর। যেখানে মরে পঁচে গেছে বিগত সংসার। এখন তোমাদের ক্যােমেরা ল্যান্সের জু'মে-ই আমাদের নতুন সংসার।

তোমরা শুধু একটি নতুন ঠিকানা দিয়ে যেয়ো।




এ কে এম আব্দুল্লাহ এ কে এম আব্দুল্লাহ Reviewed by Pd on জুলাই ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.