জারজ ইতিহাস (৭
নিশুতি রাতে শরীরি ব্যূহ
জাল বুনতে থাকে ...
কাঁটাবেড়া পেরিয়ে
গঙ্গাবেশী খর-নদী
শ্মশান ভাসায়
পাল্লা দেওয়া লাশ ছুঁয়ে
গোপন গুহায় চাঁদ লুকোয়,
কিছু শব বাহক ছিঁড়ে আনে
অবন্তি নগরী
যেখানে অবন্তি-সুন্দরীর
হাতে পায়ে পাহাড় প্রলেপ...
সেখানে কোনো মেঘদূত ছিলো না,
শুধু কিছু খইফুল নিশুতি ছড়ায়...
জারজ ইতিহাস (৮
মেছো গন্ধে ঘোলাটে
হয়ে যাচ্ছে
ভাগাড় গুলো,
আধপোড়া দেহ খুবলে নেওয়া
পোকার দল বিষ ছড়িয়ে দিচ্ছে
চারিদিকে
তাদের ধূপের ধোঁয়া
কবে পুড়ে গিয়ে
তামাক হয়ে গেছে !
পড়ে থাকে
কয়েক টুকরো
মূল্যবান চোখ,
যা নিয়ে চলছে
কালোবাজারি লুঠ ।
এসমস্তটার ভেতর দিয়েই
সফেদবেশী ঈশ্বর
কিছু বিরল নন...
নিশুতি রাতে শরীরি ব্যূহ
জাল বুনতে থাকে ...
কাঁটাবেড়া পেরিয়ে
গঙ্গাবেশী খর-নদী
শ্মশান ভাসায়
পাল্লা দেওয়া লাশ ছুঁয়ে
গোপন গুহায় চাঁদ লুকোয়,
কিছু শব বাহক ছিঁড়ে আনে
অবন্তি নগরী
যেখানে অবন্তি-সুন্দরীর
হাতে পায়ে পাহাড় প্রলেপ...
সেখানে কোনো মেঘদূত ছিলো না,
শুধু কিছু খইফুল নিশুতি ছড়ায়...
জারজ ইতিহাস (৮
মেছো গন্ধে ঘোলাটে
হয়ে যাচ্ছে
ভাগাড় গুলো,
আধপোড়া দেহ খুবলে নেওয়া
পোকার দল বিষ ছড়িয়ে দিচ্ছে
চারিদিকে
তাদের ধূপের ধোঁয়া
কবে পুড়ে গিয়ে
তামাক হয়ে গেছে !
পড়ে থাকে
কয়েক টুকরো
মূল্যবান চোখ,
যা নিয়ে চলছে
কালোবাজারি লুঠ ।
এসমস্তটার ভেতর দিয়েই
সফেদবেশী ঈশ্বর
কিছু বিরল নন...
প্রিয়াঞ্জলি দেবনাথ
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন