অন্তরালে
আকাশ টা কিনেছিল ওরা
তারা দিয়ে পেতেছিল ফাঁদ।
ঝিম ধরা নির্জনতায়
চুরি হয়ে গেছে কাল চাঁদ।।
তোমরাই দিয়েছিলে ভাষা
তোমাদেরই রঙ বদলায়।
শব্দেরা লাশ হয়ে বাঁচে
চড়ুই টা ঘুমে অবেলায়।।
কারা যেন প্রতিবাদ করে
হরতাল জমে রাস্তায়।
পৃথিবীটা বোঝা বয়ে মরে
আলো বিকিয়েছে সস্তায়।।
স্বপ্নেরা ধিকিধিকি জাগে
প্রাণপণে আগলাই তাকে।
নীল খামে ভরা আছে প্রেম
বিশ্বাস দিয়ে ঢাকি যাকে।।
আকাশ টা কিনেছিল ওরা
তারা দিয়ে পেতেছিল ফাঁদ।
ঝিম ধরা নির্জনতায়
চুরি হয়ে গেছে কাল চাঁদ।।
তোমরাই দিয়েছিলে ভাষা
তোমাদেরই রঙ বদলায়।
শব্দেরা লাশ হয়ে বাঁচে
চড়ুই টা ঘুমে অবেলায়।।
কারা যেন প্রতিবাদ করে
হরতাল জমে রাস্তায়।
পৃথিবীটা বোঝা বয়ে মরে
আলো বিকিয়েছে সস্তায়।।
স্বপ্নেরা ধিকিধিকি জাগে
প্রাণপণে আগলাই তাকে।
নীল খামে ভরা আছে প্রেম
বিশ্বাস দিয়ে ঢাকি যাকে।।
বন্যা ব্যানাজ্জী
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন