এ কে এম আব্দুল্লাহ



 জলের থিসিস 

বুকের এই জায়গাটায় স্পর্শ করোনা।এখানে পাথরের আগুন। যে আগুন নেমে এসেছে পাহাড়ের ধার থেকে। এখন আমার সম্মুখে কালারফুল সমুদ্র। তার ঢেউ থেকে বেরিয়ে আসছে, ডলফিনের শিক্ষিত ঘাই। আমরা শিক্ষিত ডলফিন নই। আমরা মানুষ।

স্বর্ণকেশি যে মেয়েটি ডলফিনকে শিক্ষিত করে তুলছে, তার পিচ্ছিলস্পর্শে এখন তারা কাঁপছে। ডলফিন আর মেয়েটি এখন পানির জন্য কাতরাচ্ছে। আসুন, এখন আমরা শামিয়ানা টাঙাই।

আর জল নিয়ে একটি  রোমান্টিক থিসিস লিখি।

এ কে এম আব্দুল্লাহ এ কে এম আব্দুল্লাহ Reviewed by Pd on জুন ০৫, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.