তনুশ্রী ঘোষ

তনুশ্রী ঘোষ
 অন্য সুর 

১।

আমার ও বসন্ত ছিল তোমার সাথে।
চুপিচুপি ফোন প্রেম ছিল প্রতি রাতে।
গঙ্গার পাড় ধরে হাঁটা একসাথে।
টক ঝাল প্রেম ছিল গোল ফুচকাতে।।

ময়দানে হাতে হাত বাদামের স্বাদ।
তোর সাথে ছিল প্রেম আর আহ্লাদ।
লুকনো চিঠি-কথা জেনেছিল ছাদ।
ঝগড়াও ছিল তবে বিচ্ছেদ বাদ।।

কলকাতা অলিগলি কত পথ ঘুরে।
প্রেম বেজে উঠেছিল তালে-লয়ে-সুরে।
বসন্ত সুখ ছিল সারা মন জুড়ে।
ভালবাসা দিয়েছিলি জুঁই ফুলে মুড়ে।।

স্বপ্নের সাথে রোজ হত পরিচয়।
অলীক জগত ছিল ভালবাসাময়।
তবু কোনভাবে হয়ে গেল সব প্রেম ক্ষয়।
আজ জলবসন্তের শুধু দাগ লেগে রয়।।

২।

মনের ভেতর চলছে একটা ভীষণ রকম দ্বন্দ।
তাল কেটেছে অনেক আগেই, এখন কাটে ছন্দ।
এখন আমার ভাবনাগুলো এক্কেবারে অন্য।
হিসেব এত কষার পরেও ফলাফল সেই- শূন্য।।


তনুশ্রী ঘোষ তনুশ্রী ঘোষ Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.