নিয়াজ উদ্দিন সুমন

নিয়াজ  উদ্দিন   সুমন
 প্রিয় কবি নজরুল 

তোমার  পদচারনায় মুখরিত ছিল
সাহিত্যের  সকল  আঙিনা
মানবের  কল্যাণ  খোঁজে  পেয়েছিল
সেইখানে  নিরাপদ  আস্তানা।

কখনো  দিয়েছো  আলোর  দিশা
কখনো  লাগিয়েছো  প্রেমের  নেশা
শিখিয়েছো  আমাদের  সাম্যের  গান
শোষণের  বিরুদ্ধে  প্রতিবাদী  শ্লোগান।

সত্য  ও  সুন্দরের পথ  ছিল  জাগ্রত
কলমের  হুংকারে  শাসক শ্রেণীর
সকল  অন্যায়  করেছিল  মাথা  নত।

প্রিয়  কবি  নজরুল !  তোমার  দর্শন
আজকের  সমাজে  বড়  প্রয়োজন।


নিয়াজ উদ্দিন সুমন নিয়াজ  উদ্দিন   সুমন Reviewed by Pd on মে ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.