বর্ধমান জাগরী সভাগৃহে মহাসমারহে অনুষ্ঠিত হল বার্ণিক সাহিত্য উৎসব ২০১৭ । গাছে জল ঢেলে অনুষ্ঠানটির সূচনা করেন কবি কুশল দে, কবি অংশুমান কর, কবি ও সমাজকর্মী সুকান্ত দে, কবি ও সমাজকর্মী অশোক কুমার পাঠক ।
প্রকাশ করা হয় বার্ণিক প্রকাশণের আটটি বই । প্রদান করা হয় বার্ণিক সাহিত্য সম্মান ও লিটিল ম্যাগাজিন সম্মান ২০১৭ । শুরু থেকেই সভাগৃহে কবি সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । ধীরে ধীরে মানুষের সমাগম বাড়তে থাকে ।
বার্নিকের সম্পাদক শ্রী মধুসূদন রায় মহাশয়ের কাছে অনুষ্ঠানটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান যে তাদের এই অনুষ্ঠানের পিছনে উদ্দেশ্য যে শুধু বই প্রকাশ বা সম্মান প্রদান তা নয়, অনুষ্ঠানে এমন কিছু কর্মসূচী রাখা হয়েছে যার মাধমে সামাজিক কিছু বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।
প্রতিবেদক
রুমকি রায় দত্ত
বর্ধমান
![]() |
| বার্ণিক সাহিত্য উৎসবে |
প্রতিবেদক
রুমকি রায় দত্ত
বর্ধমান
বার্ণিক সাহিত্য উৎসব ২০১৭
Reviewed by Pd
on
মে ১৫, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ১৫, ২০১৭
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন