নজরুল ইসলাম
বারে বারে তুমি যা বলে গেছো যেন সবই প্রতিধ্বনি
তোমারই জীবনের গান ছিলো
প্রতিবাদের সুরে ছিলো আশার বাণী।
শোষণে পীড়নে ছায়াসঙ্গী হয়েও ধরেছ উঁচু গলা
শাণিত তরোয়ারির মতো কখনো বিঁধেছ বুকে
কখনো শিরায় দিয়েছ ঢেলে আগুনের গোলা।
ভেঙেছ অবলীলায় কত শিকল গারদ
চমকেছে আকাশও তোমার বিধ্বংসী হিম্মতে
পরোয়াহীন ষড়যন্ত্রে তুমি একক উন্মাদ লড়াকু
তুমি চির বিদ্রোহী তোমার গান বাজে এখনো রক্তে।
বারে বারে তুমি বলেগেছো যা ছিলো আমাদেরই আর্তনাদধ্বনি
বুভুক্ষিত সমাজের চোখে এখনো কালশিটে
তোমার সুরেই আজ রণিত হবে আশার বাণী।
বারে বারে তুমি যা বলে গেছো যেন সবই প্রতিধ্বনি
তোমারই জীবনের গান ছিলো
প্রতিবাদের সুরে ছিলো আশার বাণী।
শোষণে পীড়নে ছায়াসঙ্গী হয়েও ধরেছ উঁচু গলা
শাণিত তরোয়ারির মতো কখনো বিঁধেছ বুকে
কখনো শিরায় দিয়েছ ঢেলে আগুনের গোলা।
ভেঙেছ অবলীলায় কত শিকল গারদ
চমকেছে আকাশও তোমার বিধ্বংসী হিম্মতে
পরোয়াহীন ষড়যন্ত্রে তুমি একক উন্মাদ লড়াকু
তুমি চির বিদ্রোহী তোমার গান বাজে এখনো রক্তে।
বারে বারে তুমি বলেগেছো যা ছিলো আমাদেরই আর্তনাদধ্বনি
বুভুক্ষিত সমাজের চোখে এখনো কালশিটে
তোমার সুরেই আজ রণিত হবে আশার বাণী।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন