জারজ ইতিহাস
৪।
অঙ্কুরিত হচ্ছে
কিছু বিষ--মন্ত্র,
তাদের সমাধির ওপর
প্রলেপ পরেনা কখনোই ।
লাশ নিয়ে চলছে
চড়া দড় কষাকষি ----
এক
দুই
তিন ...
সন্ত্রাস এসে হানা দেয়
উই-এর লুকনো ঘরে,
উটছে মাটি ফুঁড়ে ...
সবুজ গাছের গায়ে
গেঁথে দিচ্ছে
ধূসর পাহাড় -----
পৃথিবী জুড়ে ...
কোনো গম্ গম্
সুর বাজছে -----
মিছিলের
অন্ধকারে !
৫।
ভেজা শহর ...
ম্যানহোল উপচে
গঙ্গা নেমেছে রাস্তায়,
কিছু পঁচা-গলা দেহ
নষ্ট শশার মতো
ট্রামলাইন ধরে
ভেসে আসছে
ত্রেতা থেকে ------
নিকুম্ভিলা যজ্ঞাগারে
সীতার আধপোড়া মৃত্যুর
বিশুদ্ধ গন্ধে
পরমাণু বাঁধা হয়,
বিস্ফোরণ ঘটে ...
কেঁদে ওঠে
শিশুর আদর মাখা সকাল
হিরোশিমা নাগাসাকির কোলে !
কবর চড়ে সীতার,
আর তার পূর্বপুরুষ
চিতা জ্বালায়
উত্তরসূরির কণ্ঠে ...
.৬।
ইতিহাস বেয়ে হেঁটে আসছে
জীবন্ত লাশেদের মিছিল ------
সত্য--ত্রেতা--দাপর--কলি
বিরামহীন ...
রাসায়নিক বিষ মেখে
বিকার ঘটলে
শরীর জুরে গেঁথে নিচ্ছে
মুখোশ,
কৃষ্ণের বাঁশরি যেখানে খসে গেছে
সেখানে এসে ভিড় করে
সারি সারি বেহুলার লাশ ;
আর দূরে
নিয়তির হাতে হাত রেখে
ট্র্যাজিক তত্ত্ব আওড়াচ্ছেন -----
ডাইওনিসাস ...
৪।
অঙ্কুরিত হচ্ছে
কিছু বিষ--মন্ত্র,
তাদের সমাধির ওপর
প্রলেপ পরেনা কখনোই ।
লাশ নিয়ে চলছে
চড়া দড় কষাকষি ----
এক
দুই
তিন ...
সন্ত্রাস এসে হানা দেয়
উই-এর লুকনো ঘরে,
উটছে মাটি ফুঁড়ে ...
সবুজ গাছের গায়ে
গেঁথে দিচ্ছে
ধূসর পাহাড় -----
পৃথিবী জুড়ে ...
কোনো গম্ গম্
সুর বাজছে -----
মিছিলের
অন্ধকারে !
৫।
ভেজা শহর ...
ম্যানহোল উপচে
গঙ্গা নেমেছে রাস্তায়,
কিছু পঁচা-গলা দেহ
নষ্ট শশার মতো
ট্রামলাইন ধরে
ভেসে আসছে
ত্রেতা থেকে ------
নিকুম্ভিলা যজ্ঞাগারে
সীতার আধপোড়া মৃত্যুর
বিশুদ্ধ গন্ধে
পরমাণু বাঁধা হয়,
বিস্ফোরণ ঘটে ...
কেঁদে ওঠে
শিশুর আদর মাখা সকাল
হিরোশিমা নাগাসাকির কোলে !
কবর চড়ে সীতার,
আর তার পূর্বপুরুষ
চিতা জ্বালায়
উত্তরসূরির কণ্ঠে ...
.৬।
ইতিহাস বেয়ে হেঁটে আসছে
জীবন্ত লাশেদের মিছিল ------
সত্য--ত্রেতা--দাপর--কলি
বিরামহীন ...
রাসায়নিক বিষ মেখে
বিকার ঘটলে
শরীর জুরে গেঁথে নিচ্ছে
মুখোশ,
কৃষ্ণের বাঁশরি যেখানে খসে গেছে
সেখানে এসে ভিড় করে
সারি সারি বেহুলার লাশ ;
আর দূরে
নিয়তির হাতে হাত রেখে
ট্র্যাজিক তত্ত্ব আওড়াচ্ছেন -----
ডাইওনিসাস ...
প্রিয়াঞ্জলি দেবনাথ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন