পলাশ কুমার পাল



 ফিতে খুললেই 

ফিতে খুললেই কলমেরা পঙ্গু হয়,
চৌম্বকীয় মেরু লেখে শালিকের গল্প...

আর্শিতে ঘুমিয়ে পড়া চোখে
রাতের অনুভূতি কেবলই স্বল্প-

ঘড়িরাই খোঁজ রাখে,
হেঁটে যায় ইতিকথা...
কাব্যের পাশে চাতুরীর এডিটিংয়ে পাকা নয় কেউই,
পেপার ওয়েট ধুধু পাঠকের ব্যথা!

তবুও ফিতে খুলে
ধূপেরা হয়ে পড়ে লজ্জিত-
কামুকী ঈশ্বরের বেডে সহবাসই কী ঋত?

পলাশ কুমার পাল পলাশ কুমার পাল Reviewed by Pd on মে ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.