নন্দিনী পাল

নন্দিনী পাল
 লাসঘর 

যে তরুন আর ঘুম থেকে উঠবে না কোনোদিন
যদি তার নিষ্কম্প পল্লবমাঝে প্রজাপতি হয়ে বসি
আর তুলে আনি স্বপ্ন
সেখানে ফুল ফুটে আছে অজস্র
তার সুগন্ধিত রঙে
বসন্ত ছড়িয়েছে ফাগুনের আলো
অথচ তার নিদ্রাহীন রাতের
বইয়ের পাতা থেকে উঠে আসা স্বপ্নরা
ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে
আজ বিঁধে গেছে শহরের বুকে
আর সেই ভাঙা টুকরোর উপর বসে আছে
এক একটা মাকড়সা
কালো কালো উচ্চাকাক্ষার রোমশ পাগুলো ছড়িয়ে
আর তার লোভের লালা ছিটিয়ে দিচ্ছে চারদিকে
সেই লালায় আটকে পড়া
স্বপ্নরা ভেসে যায় বেতোয়ার জলে
সেই জল ঘড়ায় ভরে
নিয়ে যায় তার পিতৃপুরুষ
সারা জীবন খুঁজতে থাকে তাদের অপূর্ন স্বপ্নকে
যাদের সবকিছু গচ্ছিত আছে
ঐ শহরের হিম হয়ে যাওয়া লাসঘরে।




নন্দিনী পাল নন্দিনী পাল Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.