লিপিকা বিশ্বাস সাহা

লিপিকা বিশ্বাস সাহা
 ক্যাকটাস 

বুজ হে, মন নাও।
আঁচলের চোরকাঁটা বাছতে যেওনা।

খোঁজ ছিলো,গত বসন্তে
আগুনে পুড়েছিলে।

প্রেম জরায়ুর সন্ধান করে,
বুক ফেড়ে ,মাটি ফেড়ে
ক্যাকটাসও ফুলবতী হয়।



লিপিকা বিশ্বাস সাহা লিপিকা বিশ্বাস সাহা Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.