পিন্টু ঘোষ

পিন্টু ঘোষ
 প্রতিবিম্ব 

দীপ নিভে যায়
সমীরের করুণ স্পর্শে নিভে যায়
প্রাণের প্রদীপ।
রাজপথে জমা হয় হাজার
কালো মুখোশের ভিড়,
জ্বলন্ত মোমবাতি হাতে তারা
এগিয়ে নিয়ে যায় মৌন মিছিল।
দাবি তাদের একটাই-----প্রতিকার চায়।
অথচ দেখো--
দুদিন আগেয় জন্মদিনে তার,
তারা মোমবাতি নিভিয়ে জানিয়েছিল
জন্মদিনের শুভেচ্ছা।




পিন্টু ঘোষ পিন্টু ঘোষ Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.