পথের শেষ নেই
শুরুটা ভালোই
যেতে হবে
অপেক্ষার আঙুল চুষে
ল্যাগেজসহ হাততালি
অভিনন্দন!
পাইকারি হারে নয়ন বিতরণ, চায়না লাইট!
শাড়ির পিনে গাথা হলো অ্যান্টি-প্রেম সংকলন!
ক্ষতি কি ক্ষমায়?
প্রেম হলে আঠারো শুধু কেন
আটষট্টি ননভেজ বালিশে নাল ফেলে!
দূরে চলে যায় অতীত... বাসে নাচ, নাচে বাস!
চশমায় খিল্লি রেখে সিট বলে, ধোঁয়ার উড়ান...
ক্ষমা করি, আহ্লাদ বর্ষাকে...
কখনও ছিল না মনোফোন
অবশেষে রাতে ঝুলে পড়লাম সাবান কেসে
জল নেই, অথচ ঝরনা কাঁদে পাশে
চুপ শালা, জীবন এখানে গাছের ঔরস পান করে...
টয়লেট
মনের নিচে স্বীকারোক্তি ফেলে
নোনা ভিতর তৈরি! রুমাল শর্ত ঢাকছে
এল ঘুম! মরণের ডাক নাম হ্যালো...
শোনো ওই ডাকে পাথর
পদ্মের লাই দেওয়া চাউনিতে
মুগ্ধ উত্তর খুঁজি! মাটি কতটা খাক হলে
ভিড় করে মানুষের আয়না...তা হোক পোষাক কিনে
বুকের ভিতরে বরফ আনার মজাই আলাদা!
সবুজ জলের কাছে ছায়া ফেরি করে ছাঙ্গু
কি বলো, ওকে ডাকি লেক বলে?
চুয়াং এবং গাড়ি
গোঁফ ফিলামেন্টের তারের মতো
জিজ্ঞাসায় ডুবিয়ে এসে চুয়াং বলে : সমতল!
আমরা একস্বরে : হ্যাঁ!
গাড়ির হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসে
লুট লিয়া রে! দেখো মন ভেজানো অ্যালকোহলে...
মৃত না হলেও মধু টোপ
যেমন ঘিরে ধরেছে, নাইস লুক!
সাদা ঠাণ্ডার টান, রাস্তার সাপের খিদে
খাল্লাস! এখানে মিছে নয়, ঝোলা সুধারস টানো
ফাটছে! কার কতটা, ফাটলের শিরোনামে
জেনে গেছ, টাইম টেবিল পাহাড়ের গা!
ধোঁয়া উঠছে, উঠুক| মৃত আঁচে মধু পাওয়া!
ওঠো, এবার খুঁটির গোড়ায়
ট্যুর, নেচার এবং অ্যানিমেশন হৃদয়
সোহাগের তেত্রিশ নম্বর পেরিয়ে উঠেছে!
খাদ্য গ্রহণ চন্দ্র গ্রহণের সুযোগ নিয়ে দিয়ে গেছে
আবছা অসাড় সম্পর্ক! ভুলে যাবে রোপওয়ে একদিন
আমাদের সখ মেটাতে কান্না লুকিয়েছিল...
মাননীয় পর্যটন!
বাড়ি ফিরেছি, লিখছি যা কিছু বাইরের!
জীবনের বৌদ্ধ বাঁশিতে কতটা ক্ষোভ ছিল
দেখেছেন, দৃষ্টি পড়ছে কি ওই পাজরটাতে?
শুরুটা ভালোই
যেতে হবে
অপেক্ষার আঙুল চুষে
ল্যাগেজসহ হাততালি
অভিনন্দন!
পাইকারি হারে নয়ন বিতরণ, চায়না লাইট!
শাড়ির পিনে গাথা হলো অ্যান্টি-প্রেম সংকলন!
ক্ষতি কি ক্ষমায়?
প্রেম হলে আঠারো শুধু কেন
আটষট্টি ননভেজ বালিশে নাল ফেলে!
দূরে চলে যায় অতীত... বাসে নাচ, নাচে বাস!
চশমায় খিল্লি রেখে সিট বলে, ধোঁয়ার উড়ান...
ক্ষমা করি, আহ্লাদ বর্ষাকে...
কখনও ছিল না মনোফোন
অবশেষে রাতে ঝুলে পড়লাম সাবান কেসে
জল নেই, অথচ ঝরনা কাঁদে পাশে
চুপ শালা, জীবন এখানে গাছের ঔরস পান করে...
টয়লেট
মনের নিচে স্বীকারোক্তি ফেলে
নোনা ভিতর তৈরি! রুমাল শর্ত ঢাকছে
এল ঘুম! মরণের ডাক নাম হ্যালো...
শোনো ওই ডাকে পাথর
পদ্মের লাই দেওয়া চাউনিতে
মুগ্ধ উত্তর খুঁজি! মাটি কতটা খাক হলে
ভিড় করে মানুষের আয়না...তা হোক পোষাক কিনে
বুকের ভিতরে বরফ আনার মজাই আলাদা!
সবুজ জলের কাছে ছায়া ফেরি করে ছাঙ্গু
কি বলো, ওকে ডাকি লেক বলে?
চুয়াং এবং গাড়ি
গোঁফ ফিলামেন্টের তারের মতো
জিজ্ঞাসায় ডুবিয়ে এসে চুয়াং বলে : সমতল!
আমরা একস্বরে : হ্যাঁ!
গাড়ির হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসে
লুট লিয়া রে! দেখো মন ভেজানো অ্যালকোহলে...
মৃত না হলেও মধু টোপ
যেমন ঘিরে ধরেছে, নাইস লুক!
সাদা ঠাণ্ডার টান, রাস্তার সাপের খিদে
খাল্লাস! এখানে মিছে নয়, ঝোলা সুধারস টানো
ফাটছে! কার কতটা, ফাটলের শিরোনামে
জেনে গেছ, টাইম টেবিল পাহাড়ের গা!
ধোঁয়া উঠছে, উঠুক| মৃত আঁচে মধু পাওয়া!
ওঠো, এবার খুঁটির গোড়ায়
ট্যুর, নেচার এবং অ্যানিমেশন হৃদয়
সোহাগের তেত্রিশ নম্বর পেরিয়ে উঠেছে!
খাদ্য গ্রহণ চন্দ্র গ্রহণের সুযোগ নিয়ে দিয়ে গেছে
আবছা অসাড় সম্পর্ক! ভুলে যাবে রোপওয়ে একদিন
আমাদের সখ মেটাতে কান্না লুকিয়েছিল...
মাননীয় পর্যটন!
বাড়ি ফিরেছি, লিখছি যা কিছু বাইরের!
জীবনের বৌদ্ধ বাঁশিতে কতটা ক্ষোভ ছিল
দেখেছেন, দৃষ্টি পড়ছে কি ওই পাজরটাতে?
বিশ্বজিৎ দাস
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন