চয়নিকা

চয়নিকা
 জাত 

তুই তো নাকি অন্য জাতের মেয়ে,
তোদের নাকি অন্য রীতিনীতি,
তোর সাথে তাই প্রেমটা করা মানা,
সিঁদুর নাকি ছোঁয়না তোদের সিঁথি।

আমার তবু একলা লাগে জানিস,
সন্ধ্যে যখন রাতের চাদর পরে,
তোর আর কি যায় বা আসে তাতে,
অন্য জাত তো মানবে না তোর ঘরে।

তবু আমি চাঁদ দেখি তুই ভেবে,
তোর নামটাই লিখি আপনমনে,
পাওয়া তোকে হবে না তাও জানি,
মন যদিও অন্য কথা মানে।

মেঘও তো বৃষ্টি ঘিরে থাকে,
নদীও সেই সাগরপাড়ে যায়,
জাতপাত কি ওদের নেই তবে!
ওটা কি শুধুই তোর আর আমার দায়?

তুই বলবি আমি পাগল ছেলে,
জানি না কিছুই কোনটা কালো কোনটা একটু সাদা,
আমি জানি, আমরা একই হলেও,
জাত আমাদের ভীষণ আলাদা।


 আমার শহর 

মার শহর ভীষণ পালটে যাচ্ছে,
খেলে না আর ইকির-মিকির খেলা,
মুখের আদল মুখোশ জমা পরে,
বসে না আর কোথাও প্রানের মেলা।
শহর আমার কালো ধোঁয়ায় মোড়া,
গাছের পাতায় অবিশ্বাসের ছাপ,
শহর আমার ভীষণ পালটে যাচ্ছে,
শরীর জুড়ে ছড়িয়ে পরছে পাপ।
শহর এখন সর্পিল আগ্রাসী,
অন্ধকারে খোঁজে রক্তের স্বাদ,
শহর আমার ভীষণ পালটে যাচ্ছে,
হৃদয় ভরা এখন অবসাদ।
শহর আমার জানতো প্রথম প্রেম,
জানতো প্রথম ভিতু হাতের ছোঁওয়া,
শহর আমার ভীষণ পালটে গেলেও,
স্বপ্নগুলো শহর থেকেই পাওয়া।



চয়নিকা চয়নিকা Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.