অরিন্দম মুখোপাধ্যায়



 আকাঙ্ক্ষা, যার হিংস্র গহ্বরে সবকিছু ডুবে যায় 

কটি জাহাজের deck এ একজন নাবিক
আমি সামনে তার দীর্ঘ ছায়া দেখেছি আকাশপথ ছাড়িয়ে
সমুদ্রের উপকূলে ফেলে আসা শীতল সময়, ঠাণ্ডা যুদ্ধ, cold drinks
পরিত্যক্ত can তুবড়ে পরে আছে নিঃসঙ্গ একাকী দুটো শতক ধরে
তাহলে কি সবকিছুই একদিন অন্য কারোর ছিল,
আপনার সৌন্দর্য, আপনার অর্থ, অহঙ্কার এমনকি কান্না পর্যন্ত
চারিদিক থেকে ঝলসে ওঠা celluloid এর আলো, তার উত্তাপ
এক জ্বলন্ত মধ্যাহ্নে অগনিত শরীর আপনারা জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলেন
জ্বালিয়ে দিয়েছিলেন আমার ভালোবাসা, তার রুপকথার গল্পের পাতা
ছিঁড়ে টুকরো টুকরো করে, মুচড়ে পুড়িয়ে দিয়েছিলেন।

২।

আমার চোখের নক্ষত্রে তুমি ছিলে রাজকুমারী,
আমার চারপাশের আকাশে বাতাসে তোমার সুবাসও ছিল
আমার প্রতিটা আবেশের সাথে জড়িয়েছিল তোমার স্পর্শ, আমার জীবন
আর আমি অন্ধকারের মধ্যে খেলেছি সমুদ্রের ফেনার বুদবুদে




অরিন্দম মুখোপাধ্যায় অরিন্দম মুখোপাধ্যায় Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.