মহুয়ার রঙ
মহুয়ার ডালে ডালে এখন বসন্ত বাতাস
পূর্বরাগ-অনুরাগের দুরন্ত রঙে রঙিন হয়ে
ঢেউ, স্রোত ভেঙ্গে এগিয়ে যায় মানব মানবী
সভ্যতার শেষপ্রান্তে
ইতিহাস থেকে ঠিক দু'কদম আগে।
শ্বেত-শ্যাম চালচিত্রে
ক্ষুধা আর অনাহারের পটভূমিতে
তবু নতুনের অনুভূতিতে
দুরন্ত এক সহমরণ...
চারিদিকে শুধু মহুয়ার রঙ!
ফাগুনের আগুনে
শিমূল পলাশে আগুন বনে
পালে লেগেছে হাওয়া, মন বাউন্ডুলে
হারিয়ে যাওয়ার এই বেলায়
সব উদাসীনতাকে দিই ছুটি...
দ্বার খুলে যায় ভবনে ভবনে
নবীন বসন্তের কোলাকোলি
সঙ্গোপনে লগ্ন সাজাই
মধুচন্দ্রিমা আজ তোমার সনে।
বিরহ দহন জুড়ায় নদী
ফাগুনের আগুনে পুড়ে মরি।
মহুয়ার ডালে ডালে এখন বসন্ত বাতাস
পূর্বরাগ-অনুরাগের দুরন্ত রঙে রঙিন হয়ে
ঢেউ, স্রোত ভেঙ্গে এগিয়ে যায় মানব মানবী
সভ্যতার শেষপ্রান্তে
ইতিহাস থেকে ঠিক দু'কদম আগে।
শ্বেত-শ্যাম চালচিত্রে
ক্ষুধা আর অনাহারের পটভূমিতে
তবু নতুনের অনুভূতিতে
দুরন্ত এক সহমরণ...
চারিদিকে শুধু মহুয়ার রঙ!
ফাগুনের আগুনে
শিমূল পলাশে আগুন বনে
পালে লেগেছে হাওয়া, মন বাউন্ডুলে
হারিয়ে যাওয়ার এই বেলায়
সব উদাসীনতাকে দিই ছুটি...
দ্বার খুলে যায় ভবনে ভবনে
নবীন বসন্তের কোলাকোলি
সঙ্গোপনে লগ্ন সাজাই
মধুচন্দ্রিমা আজ তোমার সনে।
বিরহ দহন জুড়ায় নদী
ফাগুনের আগুনে পুড়ে মরি।
সুমিত্রা পাল
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন