সুমনা পাল ভট্টাচার্য

সুমনা পাল ভট্টাচার্য
 বাষ্পীয় স্তাবকতা 

আবীর মাখা তোমার ওই দুহাতে
রাখালের বাঁশি আর কঙ্কাবতীর নুপুরের ছবি ভেসে ওঠে
আমার বিছানার তেপান্তরে হাজার বসন্ত পরিক্রমা করে আর তারপর...
            গুমঘরে ফিরে যায় চুপিচুপি।

আমি এক ভাঙাচোরা চুবড়িতে তুলে রাখি শালুক শালুক অভিমান
কেমন টলটলে জল লেগে থাকে ওর মোম গলা শরীরে
যে কথা বলতে নেই
যে কথা কেবল জানে ঘুমের আড়মোড়া চাদর
সেই সব কথা সিন্দুকের দরজা ঠেলে ছিটকে বেরিয়ে আসতে চায়
আমি জোর করে আগালাই আমার রূপকথাদের আঁচল
শিমুল পলাশের নেশায় বাতাস বেসামাল যে..
ওই আঁচলের গায়ে সোহাগ কলঙ্ক আঁকলে
কৃষ্ণচূড়ার অহঙ্কারে বাতাসে জ্বলে উঠবে দাউ দাউ আগুন...
নুন গড়ানো কপাল মুছে
সমস্ত জলজ কথা সেঁকে নিতে নিতে
বুঝব
       বসন্ত এক বাষ্পীয় স্তাবকতা....




সুমনা পাল ভট্টাচার্য সুমনা পাল ভট্টাচার্য Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.