বসন্তরোদ
পলাশবনে রং ধরেছে,
শিমুল ফুলে লাগলো আগুন,
শীতের চাদর ঘুম ভাঙিয়ে
রঙিন হয়ে জাগলো ফাগুন।
আমের শাখে মুকুল এলো,
মনের মধ্যে গানের কলি,
বসন্ত আজ ডাক দিয়েছে,
ফাল্গুনে তাই খেলবো হোলি।
নীল সবুজ আর লাল হলুদে
রাঙিয়ে দেবো দেশদুনিয়া,
আবীরখেলায় উঠবে রেঙে
আমার এবং তোমার হিয়া।
দোলপরবে বসন্ত শেষ
কাঠফাটানো গ্রীষ্ম আসে,
কোকিলডাকা ভোরের সাথে
বসন্তরোদ সবুজ ঘাসে।
পলাশবনে রং ধরেছে,
শিমুল ফুলে লাগলো আগুন,
শীতের চাদর ঘুম ভাঙিয়ে
রঙিন হয়ে জাগলো ফাগুন।
আমের শাখে মুকুল এলো,
মনের মধ্যে গানের কলি,
বসন্ত আজ ডাক দিয়েছে,
ফাল্গুনে তাই খেলবো হোলি।
নীল সবুজ আর লাল হলুদে
রাঙিয়ে দেবো দেশদুনিয়া,
আবীরখেলায় উঠবে রেঙে
আমার এবং তোমার হিয়া।
দোলপরবে বসন্ত শেষ
কাঠফাটানো গ্রীষ্ম আসে,
কোকিলডাকা ভোরের সাথে
বসন্তরোদ সবুজ ঘাসে।
শুভঙ্কর চট্টোপাধ্যায়
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন