উপাসক
ইনিয়ে বিনিয়ের জল বয়ে যায়
পৈঠার ধ্বনি পাবো না জেনেও
স্বত্তার ফেনাগুলি চুরচুর
ভাঙা কাহনগুলি মুখে শরীরে
জিগীষার অপারগুলি
ভয় পাই , যদি পূর্ণ থেকে পূর্ণতায়
ভেসে যাই অন্যমাত্রায়
ভিক্ষাপাখির সরু ডালপালায়
তরংগ ছাড়া দ্বিতীয় আর কোনো বাতাস
নেই যেন এমনকি খিদের কন্দর
বৃক্ষ রেখার দিগন্ত
ভয় পাই যদি ষোলোকলার পাশে
আমার সন্ন্যাসী জীবন অবাক রঙের
রুগ্ন হাত জাদুকরের
সুরায় সোহাগে যে রোদ অশীতিপর
তারই নাম যদি দিয়ে ফেলি ঈশ্বর
কেউ তাকে গাছ বোলে আঁকে
কেউ বলে অপরূপ আরামের ভ্রমণ
কেউ ধীরগতি আরামের ভ্রমণ
ভয় পাই যদি
আমি শুধু তার প্রসাধনেরই
উপাসক থেকে যাই
ইনিয়ে বিনিয়ের জল বয়ে যায়
পৈঠার ধ্বনি পাবো না জেনেও
স্বত্তার ফেনাগুলি চুরচুর
ভাঙা কাহনগুলি মুখে শরীরে
জিগীষার অপারগুলি
ভয় পাই , যদি পূর্ণ থেকে পূর্ণতায়
ভেসে যাই অন্যমাত্রায়
ভিক্ষাপাখির সরু ডালপালায়
তরংগ ছাড়া দ্বিতীয় আর কোনো বাতাস
নেই যেন এমনকি খিদের কন্দর
বৃক্ষ রেখার দিগন্ত
ভয় পাই যদি ষোলোকলার পাশে
আমার সন্ন্যাসী জীবন অবাক রঙের
রুগ্ন হাত জাদুকরের
সুরায় সোহাগে যে রোদ অশীতিপর
তারই নাম যদি দিয়ে ফেলি ঈশ্বর
কেউ তাকে গাছ বোলে আঁকে
কেউ বলে অপরূপ আরামের ভ্রমণ
কেউ ধীরগতি আরামের ভ্রমণ
ভয় পাই যদি
আমি শুধু তার প্রসাধনেরই
উপাসক থেকে যাই
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন