কাহন
বসন্ত দিয়ে শুরু হওয়া কোনো ঋতুচক্র
নেমে যায় পাতাঝরা দশমাস্যা ধারায়
অববাহিকা নামের কিছু কথার টানে
মেঘের বাড়বাড়ন্ত দেখে যাওয়া
অসম্পূর্ণ থেকে যায়
নির্দায় নির্দোষ স্তব্ধ জঙ্গলময়
হরিণ হরিণ কিছু স্মৃতিকে শিং ভেঙে দিলে
ধূধূ বালি বোকামির ছাপ পুষে রাখে
কার ভরসায়, জানা থাকে না
ফিরতি পথের বুক ঘষটানি
দেখতে বসার কোনো কসম লেখা থাকে নি
ছেঁড়া পালকের গায়
পরপর স্ক্রীন পার করে
বাড়ানো হাত, প্রথম কাঁপা স্বর, কষ্ট ট্রান্সফার
ম্যাজিক দুপুর, অপার্থিব বিকেল, বিরহী সন্ধ্যা
অনজান নাবিকেরা কানাকানি করে
সন্ধ্যাতারা ফ্যাকাশে লাল....
বসন্ত দিয়ে শুরু হওয়া কোনো ঋতুচক্র
নেমে যায় পাতাঝরা দশমাস্যা ধারায়
অববাহিকা নামের কিছু কথার টানে
মেঘের বাড়বাড়ন্ত দেখে যাওয়া
অসম্পূর্ণ থেকে যায়
নির্দায় নির্দোষ স্তব্ধ জঙ্গলময়
হরিণ হরিণ কিছু স্মৃতিকে শিং ভেঙে দিলে
ধূধূ বালি বোকামির ছাপ পুষে রাখে
কার ভরসায়, জানা থাকে না
ফিরতি পথের বুক ঘষটানি
দেখতে বসার কোনো কসম লেখা থাকে নি
ছেঁড়া পালকের গায়
পরপর স্ক্রীন পার করে
বাড়ানো হাত, প্রথম কাঁপা স্বর, কষ্ট ট্রান্সফার
ম্যাজিক দুপুর, অপার্থিব বিকেল, বিরহী সন্ধ্যা
অনজান নাবিকেরা কানাকানি করে
সন্ধ্যাতারা ফ্যাকাশে লাল....
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন