ইন্দ্রাণী সরকার

ইন্দ্রাণী সরকার
 আহবান 

শ্বেতশুভ্র বসনে যখন প্রভাতে তুমি আসো
জুই বেলি আর টগরের মাঝে কেমন তুমি হাসো
অপার করুণা ঝরে ঝরে পড়ে তোমার স্নিগ্ধ রূপে
তুমি আছ তাই জীবনের মানে পাই  সুগন্ধি ধূপে
তোমার আলোয় ঝলমল করে দিগ্দিগন্তে আজ
ফাগুয়ার রঙে রেঙেছে ধরণী মানুষ ভুলেছে কাজ
রং দিয়ে আমায় রাঙাও এ তনু উড়িবার লাগে মন
আলো আশা আর ভালোবাসা দিয়ে পূর্ণ করো জীবন  ।।





ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.