ফাগুন মানে
ফাগুন মানে আগুন আগুন
কৃষ্ণচূড়ার গান
দখিন হাওয়ার পরশ পেয়ে
ডাকল খুশির বান ।
ফাগুন মানে ভালোবাসা
আবির রঙে লেখা
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
যায় গো তাকে দেখা ।
ফাগুন মানে কোকিল ডাকে
হারিয়ে যায় রে মন
পলাশ ফুলের পাপড়ি রঙে
রাঙিয়ে মনের জন ।
রঙ
রঙ
না করে অং বং
লোক দেখিয়ে রঙ না মেখে
দেখাও মনের ঢঙ ।
রঙ
রঙ মেখে আজ সঙ
মনের ডাকে মিললে সারা
হোক না ভূতের সঙ ।
রঙ
হোক না রাস্তা লং
ভাইয়ের ডাকে মাঠ পেরিয়ে
মাখতে যাব রঙ ।
ফাগুন মানে আগুন আগুন
কৃষ্ণচূড়ার গান
দখিন হাওয়ার পরশ পেয়ে
ডাকল খুশির বান ।
ফাগুন মানে ভালোবাসা
আবির রঙে লেখা
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
যায় গো তাকে দেখা ।
ফাগুন মানে কোকিল ডাকে
হারিয়ে যায় রে মন
পলাশ ফুলের পাপড়ি রঙে
রাঙিয়ে মনের জন ।
রঙ
রঙ
না করে অং বং
লোক দেখিয়ে রঙ না মেখে
দেখাও মনের ঢঙ ।
রঙ
রঙ মেখে আজ সঙ
মনের ডাকে মিললে সারা
হোক না ভূতের সঙ ।
রঙ
হোক না রাস্তা লং
ভাইয়ের ডাকে মাঠ পেরিয়ে
মাখতে যাব রঙ ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন