অমরজিৎ মন্ডল



 ধর্ম-প্রীতি 

সমগ্র ধরা আজ মেতে উঠেছে ধর্মের সংঘাতে ।
মরছে আজ এক ভাই, অপর ভায়ের হাতে ।
খেলছে আজ ধর্মের খেলা, করছে হানাহানি
ধর্ম হল শান্তির দূত, এটাই সব ধর্মের বাণী ।

ধর্ম মোহে অন্ধ হয়ে নিভছে কত সব প্রাণ
কারও জুটছে গোরস্থান, তো কারও বা শ্মশান ।
ধর্ম রোষে হারিয়ে যাচ্ছে মানব জাতির সুখ ।
চোখ থেকে ঝরছে জল, কাঁপছে বিশ্বমাতার বুক ।

হিংস্রতাতে কলুষিত আজ ধরীত্রির এই পবিত্রভূমি
ধর্মের নামে এই অপপ্রচার, থামাও... সকল ধর্মপ্রেমী ।
ধর্মের বাণী পবিত্র বাণী , প্রেম-প্রীতি-সম্প্রীতি ।
থামবে তবে সব হিংসা, যদি ছাড়ো এই মারনের নীতি ।

অমরজিৎ মন্ডল অমরজিৎ মন্ডল Reviewed by Pd on মার্চ ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.