এম ওয়াসিক আলি



 বসন্তের গান 

আজ প্রভাতে দোলা লাগে মনে
বসন্তের হালকা শিরশিরে মাদল হাওয়া
মনে তোলে হিল্লোল
কে তুমি অতিথি কেনো ডাকো বারবার
এই বসন্তের ভরা সন্ধ্যায়
দেখছো না ওই দূরে একাকী
মহুয়ার রসপানে মাতাল দোয়েল
জুড়েছে প্রেমের সেই পুরোনো গান।



এম ওয়াসিক আলি এম ওয়াসিক আলি Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.