শুভাশিস সিংহ, পারমিতা চক্রবর্ত্তী

শুভাশিস সিংহ, পারমিতা চক্রবর্ত্তী
 চুমুকের ইতিহাস 

বরফ জমেনি
জানালা কিংবা চুমুকে
আজ বহুদিন আমেজের গ্লাস দেখিনি

- অপবাদ
বোঝাতে মুখোমুখি
আমি কোলকাতা, তুমি সিকিম

কথা বলতে
মৃদু মৃদু সুখ
নিরাকারের বিশ্বাস নিয়ে.....

অনীহার দরজা ঠেলে যে রোজ আসে
তাঁর সংলাপে কমার চেয়ে বেশি দাঁড়ি

ক্ষমা ভুলের পুনর্জন্ম
প্রশ্রয়ের ঠোঁটের কদর জানে না

-জানো, ফুসফুস পরিচর্যাহীন ৷
– ভালো লেগেছে !
তুমি আজও ভিসুভিয়াস
- আপোসহীন ভাবে



শুভাশিস সিংহ, পারমিতা চক্রবর্ত্তী শুভাশিস সিংহ, পারমিতা চক্রবর্ত্তী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.