একুশের কবিতা
একুশ মানে ঝরা গোলাপ, পলাশ রাঙা আগুন
একুশ মনে পড়ায় আমার ভায়ের তাজা খুন
একুশ আনে শাপলা শালুক পদ্মপাতার টান
একুশ ভাসায় বিশ্ব মনে ভালোবাসার গান
একুশ ছড়ায় বুকের জ্বালা, মায়ের বুকের খুন
একুশ আমার একুশ তোমার হৃদয়ের ফাল্গুন
একুশ শুধুই বাংলা ভাষা, ভাই হারাদের আশা
একুশ বাড়ায় মানবতা ভাষার ভালোবাসা
একুশ ভেজায় বাংলা মায়ের রক্ত লাগা মাটি
এই একুশেই নতুন করে গাইব মিলন-গীতি ।
একুশ মানে ঝরা গোলাপ, পলাশ রাঙা আগুন
একুশ মনে পড়ায় আমার ভায়ের তাজা খুন
একুশ আনে শাপলা শালুক পদ্মপাতার টান
একুশ ভাসায় বিশ্ব মনে ভালোবাসার গান
একুশ ছড়ায় বুকের জ্বালা, মায়ের বুকের খুন
একুশ আমার একুশ তোমার হৃদয়ের ফাল্গুন
একুশ শুধুই বাংলা ভাষা, ভাই হারাদের আশা
একুশ বাড়ায় মানবতা ভাষার ভালোবাসা
একুশ ভেজায় বাংলা মায়ের রক্ত লাগা মাটি
এই একুশেই নতুন করে গাইব মিলন-গীতি ।
নাসির ওয়াদেন
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন