মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
শহীদ স্মরণ

বৃষ্টি ঝরুক
শব্দে আমার
বজ্র নামুক
কলম জুড়ে
আমার মাটি
ভাষার শরীর
গর্ব ভীষণ
গানের সুরে

ভাষার গায়ে
বিষাদ ছেটাও
ভাষার টানে
হাজার জীবন
শাসক চোখের
আগুন বিষে
একুশের রাত
শহীদ যাপন

গর্জে উঠুক
আবুল রহিম
থমকে যাওয়া
জীবন সেদিন
ভাষার সুদিন
ফিরুক আবার
রক্তগোলাপ
ভাষার স্মরণ



মন্দিরা ঘোষ মন্দিরা ঘোষ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.