অগ্নিবৃক্ষ
অ্যাডোনিস (আলি আহমাদ সাঈদ)
একটি লতাপাতার পরিবার,
ঝর্ণার কাছে বসে
আঘাত হানছে অশ্রুর বুকে;
আর পাঠ করছে
জলের নিকট আগুনের পুস্তক।
চলে গেছে আমার পরিবার
নিঃশব্দে, অপেক্ষা করেনি
আমার ফেরার;
রেখে যায়নি তাঁরা আমার জন্য,
না আগুণ, না কোন চিহ্ন।
অনুবাদ -
আব্দুল মাতিন ওয়াসিম
অ্যাডোনিস (আলি আহমাদ সাঈদ)
একটি লতাপাতার পরিবার,
ঝর্ণার কাছে বসে
আঘাত হানছে অশ্রুর বুকে;
আর পাঠ করছে
জলের নিকট আগুনের পুস্তক।
চলে গেছে আমার পরিবার
নিঃশব্দে, অপেক্ষা করেনি
আমার ফেরার;
রেখে যায়নি তাঁরা আমার জন্য,
না আগুণ, না কোন চিহ্ন।
شجرة النار
عائلة من ورق الأشجار
تجلس قرب النبع
تجرح أرض الدمع
تقرأ للماء كتاب النار،
عائلتي لم تنتظر مجيئي
راحت
فلا نار و لا آثار.
অনুবাদ -
আব্দুল মাতিন ওয়াসিম
আব্দুল মাতিন ওয়াসিম
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন