খরা চোখে আষাঢ় নামুক
যে চোখে তিস্তার তৃষ্ণা
সে চোখে গোটা আমাজান ঢেলেও
তৃপ্ত হবেনা এপারের শুকনো শরীর
কত আষাঢ় চলে যায়
কত শত আশা দেখিয়ে
বুভূক্ষের মতো চৈতালি রোদ পোড়া
দুঃখিনী নদীর বুক চৌচির
বুকফাটা আর্তনাদ!
অর্থের যাতাকলে তুমিও তুষ্ট হও
আমি শুধু চাই এক ফোঁটা জল
এই আষাঢ়ে এতটুকুই প্রার্থনা।
জয়নুল শামীম
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন