পাঁচ ফোড়ন
১।
যীশুর নামে যুদ্ধের ট্যাঙ্ক
বুদ্ধ হেসে ওঠে পোখরানে।
গঙ্গায় নামে রক্তস্রোত।
ঈশ্বর! তুমি নতুন উপন্যাস লেখ।
২।
একটা নারীকে আবিষ্কার করা
নতুন দেশের আবিষ্কারের মতোই।
ইচ্ছেমত তুমিও হতে পারো
কলম্বাসের বা মার্কো পোলো।
৩।
সম্পর্কের মাঝে খুব সাবধানে
ছোট্ট একটা হাইফেন রেখো
কারণ হাইফেন একটু বড় হলেই
শূন্যস্থান হয়ে যাবে।
৪।
বিষন্ন মুখে মাঝরাতের ছবি
লক্ষ্য সঠিক তীরন্দাজের।
মুছোনা মুখের বিন্দু বিন্দু ঘাম।
একদিনের জন্য হলেও
হেঁটেছিলে আমার পথে..
ওইটুকুই সঞ্চয় আমার।
৫।
ছিন্ন ভিন্ন ছড়িয়ে শব্দেরা
দেখেছি রাতের অন্ধকারে
সাড়ে তিনহাত বুঝে নিলেই
ঘরের মধ্যেই ঘর।
রিয়া চক্রবর্তী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন