তাসমিন আফরোজ

তাসমিন আফরোজ

অপ্রকাশিত অন্তঃপুরের আবেগ 

কিছু বিশৃঙ্খল শব্দ আর গভীর স্তুতি বলে নতজানু হও
দৃশ্য পরস্পরের ভেদাভেদেও
এতো ঘন বেদনার রক্ত কেমন খলবলিয়ে ওঠে অন্তঃপুরে
হাতের মুঠোয় ধরে আছি যে প্রতিজ্ঞা
ভোর হলেই কমলা রোদের জন্য যুৎ হয়ে বসে শরীর
যেভাবে চেয়েছিলে সেভাবেই গেঁথে রেখেছি মাস্তুল
হৃদয়ের দরজা যদি খুলে দেয়া হতো সহ্যের কৌশলে
মা,মাটি,মানবের ঘাম পিষে দলা হতোনা বিষাক্ত নীলে
বরং কবরস্থান থেকে উঠে এসো কবিতার কথা
আরও ক্ষুরধার করে দাও কলমের আবেগ
মুছে দাও কাফনের কাপড়ে নিষিদ্ধ মতামত
অথবা সাহসী সে মনে অঝোরে ঝরাও সে স্বতঃস্ফূর্ত বৃষ্টিপাত
নতজানু হও " এ অঞ্চলের নারী" বাক্যটা যায় যেন ধুয়ে বৃষ্টির জলে ......




তাসমিন আফরোজ তাসমিন আফরোজ Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.