উত্তুরে...
কুয়াশা ছুরি। ধানজ্যোৎস্না।
সবুজ সূর্যাস্তের নদী...
শূন্যতা চেয়েছে কিছু।
কিছু বা সংক্ষিপ্ত জানালা।
বালিয়াড়ি জুড়ে সারি সারি মুখের আদল।
এলেই যখন,
হিম চৌকাঠ অচিন উঠোন
মানচিত্রে ধূসর নিশুতি সফর
থেকে যেও উত্তুরে প্রেম...
এভাবে কি উড়ে যেতে আছে?।
নিলয় নন্দী
Reviewed by Pd
on
ডিসেম্বর ৩০, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন