এইসময়
মাঝে মাঝে বড় অসহায় লাগে
জানি না কোথায় মুখ লুকোবো
চারদিকে সহায় সম্বলহীন মানুষের ভীড়
চারদিকে গা সহে যাওয়া মানুষের ভীড়
চারদিকে স্বার্থপর মানুষের ভীড়
চারদিকে মানুষরূপী পশুর ভীড়
চুপ করে বসে থাকি
শব্দ ভাল লাগে না ,এত কোলাহল ঐ বোকাবাক্সে
আমি দেখতে চাই না মাটির নীচে নিষ্পাপ শিশুর কঙ্কাল
আমি শুনতে চাই না ধর্ষিত বালিকার আর্তনাদ
আমি ছুঁতে চাই না পথচারীর মৃত সামান
আমি শ্বাস নিতে চাই না ঐ বারুদবাতাস
চুপ করে বসে থাকি
সব সাদা আর কালো মিশে আজ বিষাদময় ধূসর
সেই ধূসর পিক্সেলে ফুটে উঠছে বেকসুর মানুষের
মূল্যহীন জমাট রক্ত
বন্ধ করি সুইচ্, চোখ বন্ধ করি
ঘুম আসে না
অবচেতন মনের পর্দায় ভেসে ওঠে এক পাগল
শীতে খোলা আকাশের নীচে আছে শুয়ে
আর ওর ঠোঁটের কোণায় লেগে আছে বুদ্ধের হাসি।
এসময় ওর থেকে ভাল আর কেউ নেই।
নন্দিনী পাল
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন