ভালোমানুষ
ভাবনার শক্তদিকের চেয়ারটিতে
হাত বুলিয়ে ওরা চলে গেল।
তখনই বুঝেছিলাম বোতামখোলা
সুপারিগাছ ।
প্রতিদিন ততটাই প্রাসঙ্গিক বাড়তি কাগজ
যতটা লেচি কেটে নেওয়া
রাতের জন্য আবহবিদ।
ঠিক যেমনটি চাওয়া, আক্কেল গোলাকার
আর
ব্যাবধান আঠার মতো নিকট।
একচোখের ঠান্ডা থেকে কিছুটা দূরে দ্বিপাক্ষিক
রোদ
অসমান চালের লাইনে নির্দোষ ভালমানুষ।
অবেলা
সিদ্ধান্ত মেনে বৃষ্টি,প্রমোদতরি অংশত
দ্রুত হেঁটে আসতে - ডাক
রোদ থেকে বেড়িয়ে ডাল-পাতা সমেত
রাস্তার আলোগুলোর মতো
কবে একদিন নিভেছিল ছায়াটিও।
সুতরাং একগলা অবেলা।
প্রতিনিধি নড়ে গেলে
আপত্তিকর হয়ে উঠছি আদিগন্ত
কসাইখানা
থেমে থেমে-প্রস্বাবের মতো এড়িয়ে যেতে দেখেছি পেতে রেখেছি আলাপ সিলিং বরাবর -
শব্দেরা জুতো খুললে নিরাপদ সহবাস
সেই স্তবকগুলো কখনো লিখিনি।
আমার প্রতিবেশী-
আমাকে চৌকো রেখে জারি করেছো
রেলপথ -বাদামি সাঁকো-
কসাইখানা।
যেহেতু আমাদের বেঁচে ওঠার আগেই হাতে হাতে
বেজে উঠবে পঙ্ ক্তিবাদক
সুকান্ত ঘোষাল
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন