গতকাল ছিল বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলার দ্বিতীয় দিন । দুপুর ২টো থেকেই মেলা প্রাঙ্গণের খালি টেবিলগুলি ধীরে ধীরে সেজে উঠলো বইয়ের সাজে, তখনও দিনের আলো চকচকে । ধীরে ধীরে মেলা প্রাঙ্গণ জুড়ে বই প্রেমি মানুষের আনাগোনা শুরু । গতকাল লিট্ল ম্যাগাজিন মেলার মুখ্য আকর্ষণ ছিল শিল্পী তাপস মালের ঝুমুর গান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ও আরো বিখ্যাত কবিদের কবিতা অবলম্বনে অনির্বাণ মহান্তির গান, স্বরচিত কবিতাপাঠ।
এর পর বার্ণিক প্রকাশণের প্রকাশিত কবিতা স্টেশন পর্ব ১ও২, অনুগল্প সংকলন কথার সাঁকো, ও প্রসঙ্গ রবীন্দ্রনাথ নামের চারটি নতুন বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় বিশিষ্ট সাহিত্যিকদের হাতে ।
একেবারে শেষ পর্বে একটি বিতর্ক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর সহ বিশিষ্ট সাহিত্যিকরা । দ্বিতীয় দিনে মেলা বেশ জমজমাটি । আজ মেলার শেষ দিন ।
একেবারে শেষ পর্বে একটি বিতর্ক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর সহ বিশিষ্ট সাহিত্যিকরা । দ্বিতীয় দিনে মেলা বেশ জমজমাটি । আজ মেলার শেষ দিন ।
মেলা থেকে -
প্রতিনিধি, রুমকি রায় দত্ত।
বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলার দ্বিতীয় দিন
Reviewed by Pd
on
নভেম্বর ২৭, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৭, ২০১৬
Rating:



ঘটনাচক্রে বর্ধমানে এই লিটল ম্যাগাজিন মেলার দুদিন আগে উপস্থিত ছিলাম আমি ও কবি সমরেশ মণ্ডল (সোনালী দুঃখ'র সম্পাদক)পারিবারিক কারণে।আজ সকালে কথায় কথায় উনি আফশোস করছিলেন এই মেলায় উপস্থিত না থাকতে পারায়। শ্রী অংশুমান করের অনুরোধ রাখতে পারেন নি ব্যক্তিগত কারণে।স্বকালের ষ্টলে বসাএবং শ্রী রাজকুমার রায় চৌধুরী ও আরো অন্যান্য ব্যক্তিত্ব দের সাথে আন্তরিক আলাপচারিতার সুযোগ হারানোর কথাও বলছিলেন।এই আফশোসের ভাগীদার আমিও
উত্তরমুছুন