তোমার সরণির পথিক আমি। হেঁটে যাই অক্লান্ত পদক্ষেপে...হাঁটি, শুধু হাঁটি... আর কী বা আছে পৃথিবীতে, জীবনেতে? এইটুকুই তো অক্সিজেন। প্রতি নিঃশ্বাস-প্রশ্বাসে তুমিই তো শারীরিক ক্রিয়ার বাহক। তোমার স্রোতে ভেসে, কখনো বা ঢুবতে ঢুবতে বহে যাই নদীর মতো সাগরের খোঁজে- অসীমতায়....
নানা রঙে, নানা ভঙ্গিমাতে তুমি রাঙো- আমিও রাঙি তোমাতে। কখনো মধুর আহরণে হেসে উঠি, কখনো তিক্ততার প্রভাবে তেতো হই! কখনো বা কেঁদে উঠি কবরের মাঝে, জীবনকে পেতে। তবু কি ইচ্ছের সাধ্য আছে পিপাসা মেটানোর? নেই। কারণ বাস্তব অন্য কথা বলে! তাতে হৃদয়ের প্রতি খাতিরদারির বিন্দুমাত্র অস্তিত্ব থাকে না। যা থাকে, কেবল প্রয়োজন সর্বস্বতাকে গহনার মতো শরীরে এঁটে ঘুরে বেড়ানো, সর্তক দৃষ্টিতে...
তবু হাঁটি একলা নিজের মতো প্রয়োজন সর্বস্ব হয়ে, হৃদয়ের স্বার্থপরতায়... তোমার হাতে হাত রেখে কল্পনার বাগানে ঘুরি বাস্তবের করুণা পেতে- করুণা ঝুলি যে খালি, সেটা বুঝেও না বুঝে! প্রতিক্ষণে এইভাবে তোমায় পাশে পাব, সে আশাতে আজ শেষ করলাম। ভালো থেকো। সঙ্গে থেকো।
আর, হ্যাঁ। আজ রাতে এসো জোত্স্নায় মেতে উঠতে। ঐ রূপালী রঙের ছোঁয়াই তো আমাদের সবচেয়ে ভালোবাসার সোহাগ।
ইতি
তোমার ধারক
পলাশ কুমার পাল
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন