মৃন্ময় মান্না

 মৃন্ময় মান্না



মুক্তি টা ঠিক কি ?

নিলাম হয়ে গেছে ধর্ম ...
নিলাম হওয়ার পর তার হাতে লাগিয়ে দেওয়া হচ্ছে রক্ত
যেমন করে চোখে জল লাগিয়ে কান্নার নাটক করে নির্দয় প্রেমিকা!

রক্ত মেখেছিল এক কিশোরী, তারও ধর্ম ছিল
সে সন্তানসম্ভবা ছিল, তার সন্তানের পিতা ছিল আধুনিকতা
ধর্মের নিলামকারীরা তার সন্তানকে হত্যার চেষ্টা করেছিল! পারেনি!

মুক্তিটা ঠিক কি?
ধর্ম? না আধুনিকতা?
উত্তর দেবে অন্ধকারের গর্ভে লুকিয়ে থাকা আলোকিত এক শতাব্দী।






মৃন্ময় মান্না  মৃন্ময় মান্না Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.