WhatsApp এ যে কোনো ফটোকে Cropping ছাড়াই মনের মত প্রোফাইল ফটো হিসেবে যুক্ত

WhatsApp এর কাজ হচ্ছে বন্ধু আত্মীয়দের সঙ্গে কথা বলা চ্যাট করা ইত্যাদি । WhatsApp যদি ব্যবহার করেন তবে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট এ একটা নিজের ফটোকে প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করুন। 

প্রোফাইল ফটো ব্যবহারের অর্থাৎ সাইজ প্রসঙ্গেই আজকের টিঊন। কোন বড় সাইজ ( বেশী পিক্সেল )  এর ফটোকে প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করার ইচ্ছে পোষণ হলেও সাইজ বড় হওয়ার কারনে WhatsApp সেটাকে তার নিজের সাইজ অনুসারে আপলোড করে  নেয়।  স্বয়ংক্রিয় এই আপ্লোডিং ব্যবস্থায় মোটেও সেই ছবি ভালো দেখায় না অর্থাৎ মন পছন্দ হয় না।  

চলুন শুরু করি, WhatsApp এ যে কোনো ফটোকে Cropping ছাড়াই মনের মত  প্রোফাইল ফটোতে যুক্ত করার কাজ। 


** প্রথমে আপনি আপনার মোবাইল এর গুগল প্লেতে গিয়ে সার্চ করুন "SquareDroid:Full Photo/No Crop"  । এটা একটা অ্যাপ নাম। যদি খুজে না পান তাহলে নীচের  লিঙ্ক থেকে সরাসরি  ইন্সটল করে নিন।


ইন্সটল হয়ে গেলে আপনি অ্যাপটিকে ওপেন করুন এবং দেখুন একটা অপশন আছে Pick a Photo , এই অপশনে ক্লিক করুন।


whatsapp-no-cropping-profile-photo



এখুন আপনি যে ফটোকে WhatsApp এ প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করুন এবং নিজের মত করে ফুল সাইজ করে Cropping করে নিন। এবার দেখুন উপরে ডান পাশে একটা সেভ বাটন আছে তাতে ক্লিক করে ফটো কে সেভ করে নিন।

whatsapp-no-cropping-profile-photo



এখুন আপনি এই ফটোটিকে আপনার Whatsapp এ প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করুন দেখুন ফুল ফটো হিসাবেই ব্যবহার করতে পারবেন।


WhatsApp এ যে কোনো ফটোকে Cropping ছাড়াই মনের মত প্রোফাইল ফটো হিসেবে যুক্ত WhatsApp এ যে কোনো ফটোকে Cropping ছাড়াই মনের মত  প্রোফাইল ফটো হিসেবে যুক্ত Reviewed by Pd on অক্টোবর ১৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.