রাত্রি,
আলো তোমার কোলে আমাকে তুলে দিয়ে চলে গেছে, সূর্যের পরিপক্কতার মূহূর্তে। তোমার কোলে শায়িত আমি। খেলা করছি মিথ্যা লজেন্স চুষতে চুষতে... তোমার আঁচল কখনো মুখে জড়িয়ে নিচ্ছি, কখনো চিত্কার করছি, কখনো বা তোমার স্তনের সুধা পানের তাড়নায় উসখুস করছি দুই ঠোঁটের অস্থিরতায়। তোমায় কতটা পাচ্ছি আপন করে, জানিনা। তবে ক্রমশ ঢুবে যাচ্ছি তোমার গভীরতায়... প্রত্যহ...
তুমিও কম যাও না। কখনো আদর, কখনো ছেলে ভোলানো ছড়ায়, কখনো বা চাঁদের টুক কপালে পরিয়ে ধরে রাখতে চাইছো মায়ের মতো। চাঁদের টুক আদেও কতটা সত্য, তা বুঝি আমি! বুঝি না কেবল তোমায় আর দিনকে। কার সন্তান আমি? প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য কার আছে, সে বিষয়ে অজ্ঞাত আমি। কিন্তু তোমায় বললাম কেন জানো? তোমার কোলেই যে সুখ পাই!
তুমি চলে গেলে খোলা চোখ জ্বলে যায় সারাক্ষণ হৃদয়হীন মনুষ্যত্বে... তাই খোলা চোখে দৃশ্যরা অদৃশ্য হলে, পাখিদের মতো বাসায় বসে পালকের রোদ মুছে দিয়ে গাঢ় হই তোমার কোলে। তারপর ক্ষুদ্র স্বপ্ন বোনা... আকাশকে বিঁধতে বিঁধতে তারার নক্সায় এক আকাশ রচি। আর মাটিতে বনের ছায়া জোত্স্না আপ্লুত করে দৈর্ঘ্যে বেড়ে যায়...
তুমি মা হয়ে যাও। ঊষার অপেক্ষায় রই তোমার আলতা পা দেখব বলে। আর কিছু নয়! তোমায় ছুঁইয়ে শীতল হতেই তো চাই!
ইতি -
জীবন
২৩-১০-১৫
পলাশ কুমার পাল
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন