স্মরনীয়!
তোমার সামনে যদি শতাব্দী ভেঙে যায় ...
তাহলে তোমার যে কলমটা এখনও কালিতে ভর্তি আছে
সেটাকে তুমি ভুলে যাবে?
ভুলে যাবে, কয়েকটা অসাধারণ মুহূর্তের সঙ্গে সেই চুক্তিপত্রের ইতিকথা?
ভুললে তোমার ইতিহাস হবে মরুভুমির মত বিষাক্ত!
তোমার সামনে যদি সাগরের জল ভেঙে যায় ...
সেদিন অর্ধনিমজ্জিত তোমাকে যে ওই জল থেকে উদ্ধার করেছিল
তাকে তুমি ভুলে যাবে?
রোমকূপে লেগে থাকা বালির পোকাগুলো তোমায় ভুলতে দেবে না,
কয়েকটা মুহূর্তের সঙ্গে মানুষ সঙ্গমে জড়িয়ে পড়ে ...
শতাব্দী ভাঙুক! নতুন শতাব্দীর জন্ম হোক!
মৃত্যুর ঝাড়ুদার পাঠানোর আগে পর্যন্ত
তোমার ছোট্ট খাতায় কবিতার মত সামান্য কিছুও যদি থাকে ...
তোমার মনভোলা চরিত্র সগৌরবে আত্মহত্যা করবে।
মৃন্ময় মান্না
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন