আগমনীর বাঁশী
তোমার হলো দশটা জামা
তোমার ভাইয়ের একুশ
জামা পেয়ে ভাইটি তোমার
আনন্দে দিলখুশ ।
স্কুলেও দেখি তোমার পাশে
যে বন্ধুটি বসে
ভাইয়ের মতো তারও একুশ
আছে রসেবসে ।
জানলা দিয়ে বাইরে দেখো
কিংবা বাইরে এসো
আদুল গায়ে যে ছেলেটি
তার পাশেতে বসো ।
ওর কাছেতে জানতে চাও না -----
" পুজোয় ক'টা জামা ? "
-----" খেতেই পায় না যে ছেলেটা
মানায় তাকে জামা ? "
দাও না তুমি হাত বাড়িয়ে
ডাকো ওকে কাছে
তোমার কিছু কমবে না ভাই
তোমার অনেক আছে ।
জামা গায়ে হাসবে ছেলে
শিউলি ফুলের হাসি,
হাসির সুরে বাজবে তখন
আগমনীর বাঁশী ।
এতদিন তো অনেক পেলে
দাও না এবার কিছু,
একটা দিলে আসবে হাজার
তোমার পিছু পিছু ।
আমার জামাই তোমার জামা -----
এটাই মনে রেখো,
আমার জামা তোমার হলে
খুশির বাহার দেখো ।
চড়ুই
তোমার সাথে আমার শেষ দেখা
তা প্রায় চল্লিশ বছর আগে
আজ বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি
তখন তুমি আমার খোলা জানলায়
এত বছর পরে কী করে পথ চিনে এলে ?
সেই আগের চেনা রোদ্দুর দৃষ্টিতে
আমার দিকে তাকিয়ে তুমি
যেন কোথাও কিছু হয় নি
যেন গতকালই বেনেপুকুরের পাড়ে
সাতসকালে তোমার সাথে দেখা হয়েছে
আজকের এই বর্ষণমুখর দুপুরে
আমি কিছুতেই তোমাকে ধরতে পারছি না ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন