ভিন্ন গন্তব্যে
সুমন্ত সূর্য ও গোধূলির পথ পার হয়ে এসে ফিরে যাই
ভিন্ন গন্তব্যে
বস্তুবাচক কিছু কুশল বিনিময় প্রতিদিনই হয়
তার চেয়ে বেশি কথা হয় নীরবতায়
চোখের অমুদ্রিত ভাষায়। হৃদয়ের
অলিখিত অনিবার্য এক সম্পর্ক আমাদের।
ব্যস্ততা প্রত্যাহিক অনুষঙ্গ তাই অপেক্ষাও অবিরত ...
জানি
সিগারেটের চেয়ে বেশী আসক্তি এ পথেই
রোজই দেখি দাঁড়িয়ে আছে ছাতিম গাছের নিচে
কিংবা কখনো আমিই থাকি উপলক্ষ ;
বাসটা চলে গেল
সত্যি বলতে কি বাসটা ধরার কোন তাড়া ছিলনা ।
মাঝেমধ্যেই দেখি আধখাওয়া সিগারেট
পড়ে থাকে মাটিতে তখনো তাতে নিভন্ত আগুন ,
ধোঁয়া ওড়ে রোঁয়ার মতোন ।
আমাদের সম্পর্কটা ওই ধোঁয়ার মতই তাই নামহীন।
অনেকটা পথ হেঁটে এসে
বিকেলের পাকা রঙে গোধূলি আলোয়
গলির মুখে এসে দাঁড়াই, দুরের ঐ গাছটাকে দেখি
সেও যেন আমার মতো এখন
ভীষণ একেলা,
নিজেকে প্রশ্ন করি:এইসব অলি- গলি মিশে যাচ্ছে কোন রাজপথে ।
ফারহানা খানম
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন