চয়ন ভৌমিক

চয়ন ভৌমিক

অতিভুজ

যে ভাবে ব্যবহৃত
ঠিক সে রকমেই বশবর্তী সে।
আগলে রাখে প্রদীপ শিখা
           আশীর্বাদও করে স্মিত হেসে।
তবুও বাতাসে,
     বারুদ গন্ধ এলে,
         দেহ বিষ নীল হলে
সংহার করতে,
  দেবীর আগমন - অস্ত্র হাতে অবশেষে।।






চয়ন ভৌমিক চয়ন ভৌমিক Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.