বর্ণালী দাসকুণ্ডু

বর্ণালী দাসকুণ্ডু


আলমারির শাড়ি

আলমারিতে শাড়ির ভাঁজে
ঘোরেফেরে মুহূর্তরা
এক পলকেই সামনে দাঁড়ায়
গোলাপি, লাল ভালবাসা
অবসরটাও হাত বোলায় নরম শাড়িগা...

ইস্, যে মুখগুলো হারিয়ে গেছে
শাড়ির মাঝেও সেমুখগুলোই আছে
ওরাও সবাই দু'চোখ মেলে চেয়ে
কিছুই হারায়নি তো তবে!

দাঁড়িয়ে আছি
আলমারিটা সামনে খুলে রেখে
লোডশেডিংএও লাল শাড়িটার
ঠোঁট দু'খানা নড়ে
কেমন যেন আলোর কথা বলে
আমিও হাসি দেখে...






বর্ণালী দাসকুণ্ডু বর্ণালী দাসকুণ্ডু Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.