হাল ফ্যাশন
ন্যাশনাল ; মাল্টি ন্যাশনাল
হাতের করুণায় বুক দুটো
সুপারি থেকে কমলা লেবু হচ্ছে ।
এরপর চামচিকে হয়ে ঝুলবে ।
কুকুরেও ছোবে না এইডসের ভয়ে ।
সরু মোটা ছোট বড় সিধে বাঁকা
হরেক সাইজের নুনু আমাদের
পিছনে নিতে নিতে পেছন পচে
পচা কুমড়ো । এটাই নাকি আধুনিকতা ।
স্বচ্ছতা আমার উদম শরীরের শোরুমের
চড়া মেকআপের তলায় ঢাকা ।
আমি কেবল বোকা_ ইন্টেলেকচুয়াল ।
চুহায় কাটে আন্ডার ওয়ার ।
হাল ফ্যাশনের মদ খেয়ে বেওয়ারিশ
সংস্কৃতিতে বেলেল্লাপনার কবিতা লিখছি ।
অলভ্য ঘোষ
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন