তন্ময় দেব

তন্ময় দেব

মোনালিসাকে আঁকতে বসে 

মোনালিসাকে আঁকতে চেয়েছিলাম, শেষার্ধে
ক্যানভাসে ফুটে উঠলো এক ঝুপড়িবাসি মহিলার মুখ

ভিঞ্চিবাবু খারাপ পাবেন না।
অভাব নামক কলরবের মাঝে মুখে হাসি
ধরে রাখা কঠিন বলে এরূপ কেলেঙ্কারি ঘটল হয়তো;
হাসিই সুন্দরতার মুখ্য বৈশিষ্ঠ্য আপনি জানেন আর তাই
অত সুন্দরভাবে আঁকতে পেরেছিলেন মোনালিসাকে

বিগত কয়েক শতাব্দী ধরে আমি হাসির হদিশ পাইনি,
কখন এঁকেছি কাস্তে হাতে ধান কাঁটা রমণীকে,
পেন্সিলের আঁচরে উঠে এসেছে ধর্ষিত নারীর অবয়ব।
মোনালিসার চওড়া কপাল আর ভুবনভোলান দুই চোখ
অধরাই থেকে গেছে

বারবার এই ব্যর্থতা কি কাকতালীয়? নাকি গভীর কিছু নির্দেশ করছে;
আপনার শিল্পীসত্ত্বা কি বলে ভিঞ্চিবাবু?



তন্ময় দেব তন্ময় দেব Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

  1. পেটে বড্ড খিদে
    তাই চাঁদকে রুটি ভাবাটাই সামঞ্জস্যপূর্ণ...

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.